বারুয়াখালী বিদ্যালয়ে বার্ষিক তাফ্সীরুল কুরআন মাহ্ফিল

826

গত ২১ ও ২২ ডিসেম্বর বারুয়াখালী ইউনিয়ন তাফসীরুল কুরআন মাহফিল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বারুয়াখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী ১৯ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।

মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন আলহাজ্ব হযরত মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, ইসলামি ভাষ্যকার বৈশাখী টিভি, দিগন্ত টিভি, বিটিভি ও বাংলাদেশ বেতার।

বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করেন আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ উল্লাহ্, মুফাচ্ছিরে কুরআন,ঢাকা। দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসেবে ওযাজ করেন আলহাজ্ব হযরত মাওলানা ইলিয়াস ইব্রাহীম বিক্রমপুরী, ভাষ্যকার বাংলাদেশ বেতার ও বিটিভি, অধ্যক্ষ রওজাতুল আতফাল কুরআন একাডেমি। দ্বিতীয় দিনের বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা ওয়াহিদুজ্জামান, সহ-কারী অধ্যাপক চান্দাবহ ডিগ্রি মাদ্রাসা গাজীপুর, আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল ওয়াহাব দোহারী, চেয়ারম্যান কুসুমহাটি ইউ,পি দোহার,ঢাকা।

দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিল ৮ বৎসরের শিশু বক্তা ক্বারী মো. ওবায়দুল্লাহ্, ৫ বছর বয়স থেকে এ পর্যন্ত ভারত সহ দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহ্ফিল করে সুনাম অর্জন করেছেন।

তাফসীর মাহফিলের প্রথম দিন প্রতিযোগিতামূলক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাফসীর মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব রজ্জব মোল্লা, সভাপতি বারুয়াখালী ইউনিয়ন তাফসীরুল কুরআন মাহ্ফিল কেন্দ্রীয় কমিটি।

অন্য খবর  দোহার থানা জামায়াত আমির গ্রেফতার

তাফসীরুল মাহফিলের প্রধান অতিথি ছিলেন তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি ছিলেন, বারুয়াখালী ইউ,পি চেয়ারম্যান মামুন খান, বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ রেজা খান, বারডেম হাসপাতাল মেডিকেল অফিসার, ডা. বাবুল মিয়া, এম এ বারী বাবুল মোল্লা, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, ডা. আল মামুন খান, সাইদুর রহমান শাহীন, আব্দুল কুদ্দুছ ভূইয়াঁ প্রমূখ।

আপনার মতামত দিন