বান্দুরার মৃধাকান্দায় একই বাড়ির দুই ঘরে ডাকাতি

237

নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একই বাড়ির হাছেন ভূইয়া ও সেলিম ভূইয়ার ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় ৩ জন আহত হয়েছে এবং দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে বাড়ির লোকজন জানায়।

আহতরা হলেন সেলিম ভূইয়া (৩৮), তার মা সফরজান (৬০) ও বোন হোসনা বেগম (৩২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের  গ্রামের হাছেন ভূইয়া ও সেলিম ভূইয়ার বাড়িতে ১৫/২০ জনের অস্ত্র সজ্জিত ডাকাত দল হানা দেয়।

এ সময় ডাকাতরা হাছেন ভূইয়ার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

অপরদিকে ডাকাতরা একই বাড়ির সেলিম ভূইয়ার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আলমারী ভেঙ্গে বিদেশ যাওয়ার জন্য জমানো ২ লাখ ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে।

ডাকাতরা ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে ডাকাতরা সেলিম, তার মা সফরজান বেগম ও বোন হোসনা বেগমকে কুপিয়ে জখম করে।

অন্য খবর  রাত হলেই দোহার আঞ্চলিক মহাসড়ক ডাকাতের দখলে

আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। নবাবগঞ্জ থানার এসআই মুশফিকুর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দেয় নি।

আপনার মতামত দিন