প্রথম পাতা দোহারের এলাকাভিত্তিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা

দোহারের এলাকাভিত্তিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা

দোহারের এলাকাভিত্তিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা, ২ জুন পর্যন্ত, এরপর গ্রামভিত্তিক আপডেট তথ্য পাওয়া যায় নি:

দোহারের সবচে’ আক্রান্ত এলাকা হল জয়পাড়া, দোহারের সদর ও সবচের ঘনবসতি হওয়া এর পেছনে প্রধান কারণ, তাছাড়া দোহার নবাবগঞ্জের সবচে’ বড় হাট-টি জয়পাড়ায় বসে প্রতি বৃহস্পতিবার।

জয়পাড়া - 41জন
ফুলতলা - 6জন
লটাখোলা - 5জন
ইকরাশি - 5জন
রাইপাড়া - 5জন
নারিশা - 4জন
মালিকান্দা - 3জন
শিলাকোঠা - 3জন
রাধানগর - 3জন
কাটাখালি - 2জন
দক্ষিণ শিমুলিয়া - 2জন
ধোয়াইর - 2জন
নারিশা পশ্চিম চর - 2জন
কার্তিকপুর - 1জন
মাহমুদপুর - 1জন
ডায়ারকুম - 1জন
দুবলি - 1জন
মেঘুলা - 1জন
কাজীরচর - 1জন
শাইনপুকুর - 1জন
বাইরের - 2জন

দোহারে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এপ্রিল মাসে। মে মাসে আক্রান্ত পাওয়া যায় ৫০ জন, মোট ৫৪ জন। এরপর জুন মাসে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, প্রথম বিশ দিনেই আক্রন্ত শনাক্ত হয় ১৫৭ জন, মোট দাড়ায় ২১১ জন। তবে দোহারে সুস্থতার হার ভাল, এর মধ্যে ১০৮ জন সুস্থ্য হয়েছেন।

করোনা পরিস্থিতি