উড়িষ্যায় বিয়ের বাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ১২

6
উড়িষ্যায় বিয়ের বাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ১২

ভারতের উড়িষ্যায় বিয়ের বাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

রবিবার (২৫ জুন) গভীর রাতে উড়িষ্যার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সঙ্গে অন্য বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ১২ জন নিহত হন। নিহতরা সবাই বেরহামপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে খান্দাদেউলতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দিগাপাহান্ডি এলাকায় এ সংঘর্ষ ঘটে।

বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম জানান, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেডিকেল সেন্টারে স্থানান্তর করে বলে জানান এসপি।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার বলেছেন, গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার রুপি করে দেওয়া হবে।

এদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাস দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

 

আপনার মতামত দিন