মানিকগঞ্জ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মমতাজের হার

45
মানিকগঞ্জ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মমতাজের হার

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর, সদরের একাংশ) আসনের নির্বাচনি ফলাফলে এই আসনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৬০ হাজার ৫৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৩৯ হাজার ৭৮৪ ভোট।  সেক্ষেত্রে মমতাজের চেয়ে ২০ হাজার ৭৫৪ ভোট বেশি পেয়েছেন টুলু।

এছাড়া মানিকগঞ্জ-৩ আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর ও দৌলতপুর) আসনে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সালাউদ্দিন মাহমুদ (এসএম জাহিদ) ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  তিনি পেয়েছেন ৮৬ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল পেয়েছেন ৩৮ হাজার ৯৪২ ভোট।

আপনার মতামত দিন