নিউজ৩৯.নেট ♦ খেলতে গিয়ে গলায় ফাঁশ লেগে মর্মান্তিক মৃত্যূ হয়েছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এক শিশুর। বৃহস্পতিবার বিকালে নয়বাড়ির আন্তা গ্রা্মের বদরুল আলম ব্যাপারীর বড় ছেলে রাবিব(১০) ছোট ভাইয়ের সাথে খেলার ছলে এমন দূর্ঘটনার শিকার হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে টিভি দেখার সময় ৬ বছরের ছোট ভাই এর সাথে খেলার ছলে ঘরের হাড়ি পাতিলের তাকের সাপোর্টিং এর সাথে ঈদের পাঞ্জাবীর উড়না পেচিয়ে ফাশেঁর অভিনয় করে। এমন সময় তার গলায় ফাঁশ এটে যায়।
এই সময় তার ছোট ভাই পাশের ঘরে থাকা ঘুমন্ত বাবাকে ডাক দিলে সে কোন জবাব না নেয়ায় তার পাশের বাড়ির চাচীকে ডেকে আনে। ততক্ষনে রাবিব মারা যায়। পরে রাবিবের বাবা বদরুল আলম ব্যাপারী তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বদরুল আলম বাংলাবাজারের একজন চাউল ব্যবসায়ী।
আপনার মতামত দিন