উগান্ডায় স্কুলে জঙ্গি হামলায় নিহত ২৫

15

পশ্চিম উগান্ডার এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামিক স্টেট গ্রুপের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৫ জন।   এই হামলায় আহত হয়েছে আটজন। তারা এখন গুরুতর অবস্থায় রয়েছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৬ জুন) হামলাটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দ্বারা পরিচালিত হয় বলে জানান পুলিশ। এটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি) ভিত্তিক উগান্ডার একটি গ্রুপ।

শুক্রবার রাতে হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়। উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম (১.২৫ মাইল) দূরে অবস্থিত স্কুলটি।

উল্লেখ্য, ১৯৯৮ সালের জুন মাসে ডিআরসি সীমান্তের কাছে কিচওয়াম্বা টেকনিক্যাল ইনস্টিটিউটে হামলায় ৮০ জন ছাত্রকে তাদের ছাত্রাবাসে পুড়িয়ে মারা হয়েছিল। অপহরণ করা হয়েছিল শতাধিক শিক্ষার্থীকে।

সূত্র: বিবিসি

 

আপনার মতামত দিন