কোমরগঞ্জে ইছামতী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

247

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইছামতী নদীর কোমরগঞ্জ-বাহ্রা সেতুর নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে কোমরগঞ্জ-বাহ্রা সেতুর নিচে ইছামতী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে সংবাদ পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশফিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন