হুদার সুজন সম্প্রীতি সভা

184

শুক্রবার বিকাল ৩ টায় মেঘুলা বাজারে জাসাস, স্পেন শাখার সভাপতি মাসুদ আহসানের সভাপতিত্বে এক সুজন সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে। সভাটি পূণর্মিলনী এবং সুজন সম্প্রীতি সভা হলেও মূলত আগামী নির্বাচন এবং রাজনৈতিক ইস্যু ভিত্তিক সভা বলে অনেকের অভিমত।

বিএনপি’র দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে বিএনপি কোন আসন হারাতে চায় না, তাই সম্প্রতী অতি গোপনীয়তার সাথে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীর খোঁজে ইতিমধ্যেই সারা দেশে তৃণমূলের মতামত চাওয়া হয়েছে । তাই তৃণমূলে প্রভাব বিস্তার ও সমর্থন আদায়ে করণীয় ঠিক করতে এই সভায় নতুন-পুরাতনদের একটি সক্রিয় সভা।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক যোগাযোগ মন্ত্রী ও বিএনপি’র অন্যতম প্রতিষ্ঠাতা ব্যাঃ নাজমুল হুদা, বিশেষ অতিথি থাকবেন ঢাকা জেলা বিএনপি’র সহ-সভাপতি কামরুল হুদা, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এম খালেকুজ্জামান জুয়েল, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সাংগাঠনিক সম্পাদক গায়ক হাসান চৌধুরী, ঢাকা জেলা মৎসজীবি দলের আহবায়ক সাইফুল ইসলাম সহ নাজমুল হুদার রাজনৈতিক সহ-কর্মি, শুভাকাংখী ও বর্তমান – পুরাতন সহচরেরা।

আপনার মতামত দিন