দৈনিক যুগান্তরে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ও প্রতিবাদে সংবাদ সম্মেলন

339

দৈনিক যুগান্তরে “মিথ্যা ও ভিত্তিহীন” সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দোহার উপজেলা আওয়ামী লীগ। ১২ নভেম্বর দৈনিক যুগান্তরে পরিবেশিত “মোতা বাহিনীর কথায় ওঠবস করে দোহার উপজেলা প্রশাসন” ও ১৩ নভেম্বর পরিবেশিত “দলের নামে লিজ নেওয়া জমিতে মোতা খানের বহুতল ভবন” সংবাদ দুটির আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলন করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক দোহার উপজেলা যুবলীগের সভাপতি ও দোহার পৌরসভার ওয়ার্ড কমিশনার রাকিবুল হাসান রাহিম, ১২ ও ১৩ নভেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খানের ভাই মোতালেব খানবে জড়িয়ে যেই সংবাদ পরিবেশন করা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। এই সংবাদের আমরা নিন্দা জানাচ্ছি।

এই সময় দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুল মিয়া বলেন, মন্ত্রী মহোদয়ের সুপারিশ ক্রমে সবকিছু বরাদ্দ করা হয় এতে মোতালেব খানের কোন প্রভাব নেই।
দোহার পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মোঃ ময়েজউদ্দিন বলেন, দোহার পৌরসভার কাজের মান শতভাগ ঠিক আছে। এটা নিয়ে কোন সন্দেহ নেই।

অন্য খবর  জনগনকে সম্পৃক্ত করে, ঐক্যবদ্ধভাবে মাকে বের করে নিয়ে আসব: শামিমা রাহিম শীলা

আর দোহার পৌরসভার কাজে মোতালেব খানের কোন হস্তক্ষেপ নেই বলে জানান প্যানেল মেয়র আলমাস উদ্দিন, প্যানেল মেয়র ও ওয়ার্ড কমিশনার আদিল শিকদার ও ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ডাঃ বোরহান উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা ভবনের জন্য উপজেলা প্রশাসন ৯ শতাংশ জায়গা মুক্তিযোদ্ধা্ সংসদের নামে লিজ দেয়। সেখানে বর্তমানে ৪ তরা ফাউন্ডেশনের ভবনের কাজ চলছে এবং ৩ তরা সম্পন্ন হয়েছে।
এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সেক্রেটারী শাফিউদ্দিন, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান সুরুজ ব্যাপারী, আলমগীর মোল্লা, জহিরুদ্দিন জহির ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজীব শরিফ।

আপনার মতামত দিন