মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

6

স্টাফ রিপোর্টার, মোঃ আল-আমিন: প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মোয়াজ্জেম বেপারী (পাবলিক প্রসিকিউটর ঢাকা জর্জ কোর্ট), এ্যাডভোকেট মাহবুবুর রহমান বেপারী (ইনকাম ট্যাক্স)। ছিলেন সাস্থ্য সহকারী মোবারক বেপারী। দোহার এর ছাত্র প্রতিনিধি সোহেল বেপারী, মোহাম্মদ শহিদুল,মোহাম্মদ বিল্লাল,ইমরান বেপারি ,সজীব,আবু নাইম, মিজু,সোহরাব বেপারী,খালেক বেপারী,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার পর্দা ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন— “লেখাপড়া ও খেলাধুলা একে অপরের পরিপূরক। সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।”

তারা আরও বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছাত্রদের অবদান অনস্বীকার্য। অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, সহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।

অন্য খবর  জামাইকে জয়ী করতে শ্বশুরের প্রার্থীতা প্রত্যাহার

সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ করে। পুরো আয়োজনটি ছিল আনন্দমুখর ও স্মরণীয়, যা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত দিন