আওয়ামী লীগের নেতা মাসুম মিয়ার বাড়িতে ডাকাতি

303

আসিফ শেখ বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো: মাসুম মিয়া (মাসুম কন্ট্রাক্টার) এর কাঠালিকাটার বাড়িতে ডাকাতীর ঘটনা ঘটেছে। ১৫ মে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ১৫ মে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঠালীঘাটা গ্রামে ২০/২৫ জনের একটি মুখোশ পরিহিত সংঘবদ্ধ ডাকাতদল মো. মাসুম মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদল বসত বাড়ির পাকা ভবনের প্রধান ফটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে। বাড়ি সকলকে আগ্নেআস্ত্র ও ধারালো অস্ত্রে জিম্মি করে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, বৈদুতিক আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

খবর পেয়ে কেরানীগঞ্জ সার্কেল এসএসপি ডা.শহিদুল ইসলাম সহ নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নবাবগঞ্জ থানার পরিদর্শক (ওসি) তদন্ত আজিজুর রহমান ডাকাতীর ঘটনা জানা নেই বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

আপনার মতামত দিন