নবাবগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলা

256

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের ৫ ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়ার সভাপতিত্বে উপজেলার বারুয়াখালী বাজার সংলগ্ন মাঠে উপজেলার পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু বলেন, “একাত্তুরে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য উপজেলা মুক্তিযোদ্ধাদেরকে এক যোগে কাজ করতে হবে। রাজাকার আলবদর মানবতা বিরোধী জামায়াত বাহিনী দেশে আবার নৈরাজ্য তৈরী করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে আফগানিস্থানে পরিণত করতে চাচ্ছে। দেশ রক্ষার্থে স্বাধীনতা রক্ষায় একাত্তুরের মত আবার সঙ্গবদ্ধ হয়ে রাজাকারদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক ও সত্তুরের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আবু মো. সুবেদ আলী টিপু। বিশেষ অতিথি যুদ্ধকালীন কমান্ডার বদিউজ্জামান বদি, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহম্মেদ পান্নু, কে এম শহিদুল্লাহ। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দেওয়ান মো. আবেদ, নবাবগঞ্জ থানার ওসি শেখ মাসুদ করিম প্রমূখ।

অন্য খবর  দোহারে স্কুলের জমি দখলের চেষ্টা

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আপনার মতামত দিন