দোহার উপজেলার নির্বাহী কমকর্তা মো. আল আমিন দোহার উপজেলা থেকে বদলী হয়েছেন। তাকে কোথায় বদলী করা হয়েছে তা নিশ্চিৎ করে জানা যায় নি তবে ধারণা করা হচ্ছে জামালপুরের কোনো উপজেলা। এই হঠাৎ বদলীর আগে তিনি দোহার উপজেলায় প্রায় এক বছর দায়িত্বে ছিলেন।
উপজেলা নিবার্হী কমর্কতা হিসাবে মো. আল আমিন এই সময়ে বেশ কিছু সাহসী সিধান্ত নিয়ে সবার আলোচনায় আসেন। উপজেলার দায়িত্ব নেয়ার কিছুদিনের মধ্যেই তিনি অবৈধ মটর সাইকেলের বিরুদ্ধে হিসাবে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ, উপজেলায় ইভটিজিং রোধে কার্যকর ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছিল চোখে পড়ার মত।
এই সময়ে দোহারে ডাকাতির পরিমানও ছিল অনেক কম। রানা প্লাজা দূর্ঘটনায় আহতদের সহায়তার জন্য তার কাছে নিউজ৩৯ সহযোগীতা চাইলে তিনি এ্যাম্বুলেন্স দিয়ে দোহার থেকে রক্ত সরবরাহ করার জন্য সহযোগীতা করেন।
আগামী কাল বৃহস্প্রতিবার তিনি দোহার উপজেলায় শেষ দিন অফিস করবেন। এছাড়া জানা গেছে দোহার থানার ওসি আলমগীর হোসেন ঢাকা স্পেশাল ব্রাঞ্চে বদলী হচ্ছেন, আগামী ৩০ মে দোহারে তার শেষ কার্যদিবস।