পাঁচ সন্তানের জনক তিন সন্তানের জননীকে নিয়ে উধাও

404

নবাবগঞ্জে পাঁচ সন্তানের একজন পিতা তিন সন্তানের আরেক জনের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদী  গ্রামে। সমাজের প্রভাবশালী রফিজ মোল্লা নামের ৫০ বছর বয়সের এক ব্যক্তি একই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রহিমা বেগমকে (৪০) নিয়ে গত ২৩ মে শুক্রবার পালিয়ে  গেছে। মহিলাটি  দুই সন্তান রেখে এবং এক বছরের এক ছেলে সন্তানকে নিয়েই পালিযে যায়। এর আগে গত ১৭ মে শনিবার রফিজ মোল্লা রহিমার বাবার বাড়ি মনিকান্দা গ্রামে দুপুর বেলা আপত্তিকর অবস্থায় পরিবারের লোকদের কাছে ধরা পড়ে। সেসময় গ্রামের লোকজন আটকের পর তাকে বেদম পিটিয়েছিল। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি  ধামাছাঁপা দেয়ার জন্য এলাকার স্থানীয় নেতারা একটা মিমাংশা করে দেয়। কিš‘ তাতে কোন কাজ হয়নি। কিন্তু আবার পাঁচ দিন পরই দুজন উধাও।

রফিজের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে এক ছেলে ও এক মেয়ে বিবাহিত। অবশ্য কিছু দিন আগে ছেলের স্ত্রীও স্বামীর সংসার আর করবে না বলে পিতার বাড়িতে চলে গেছে। জনসাধারণের মন্তব্য, এ রকম পূত্রবধু ঘর করবেই বা কেমন করে! যদি এমন শশুর বাড়িতে থাকে। এসব ঘটনা ঘটার পেছনে কারন হলো সমাজের প্রভাবশালী লোকজন অনৈতিক কাজের সাথে সংশ্লিষ্ট থাকে এবং তার কোন সঠিক বিচার হয় না। ফলে নৈতিক অবক্ষয়ের কারণে এরকম ব্যক্তিরা এই সুযোগে সমাজকে কুলশিত করছে।

আপনার মতামত দিন