নিখোঁজ হাফসার সন্ধান চায় তার পরিবার

175
নিখোঁজ হাফসার সন্ধান চায় তার পরিবার

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মধুরচরের জান্নাতুল ফেরদৌস হাফসা (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ হাফসার বাবার নাম ইসলাম মোল্লা।

হাফসার ভাই মাহাবুব জানান, তার বোন সোমবার সকাল ৭ টার দিকে মেঘুলা আল জামিয়া আরাবিয়া দারুদ উলুম মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর বাসায় ফেরেনি। এবিষয়ে হাফসার বাবা ইসলাম মোল্লা বাদি হয়ে দোহার থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে দোহার থানার এসআই আব্দুল বারেক জানান, এবিষয়ে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি অন্তভূক্ত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিখোঁজ হাফসার সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছে তার পরিবার। যোগাযোগের ঠিকানা: (মাহাবুব) ০১৮৪২৩৬৪৪৮৬, মধুরচর, দোহার, ঢাকা।

 

আপনার মতামত দিন