নবাবগঞ্জে গরু চোর আটক

250

আসিফ শেখ-নবাবগঞ্জ প্রতিনিধি ♦ কোরবানীর ঈদ উপলক্ষে দোহার নবাবগঞ্জে গরু চোরের উৎপাত বেড়েছে। গত শুক্রবার নবাবগঞ্জ উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে মো: কাইয়ুম (২৫) নামে এক গরু চোরকে গরুসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

জানা যায়, গত ১৯ অক্টোবর শুক্রবার সকাল ৭টার দিকে মো: কাইয়ুম (২৫) যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর এলাকা দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে গরু চুরির বিষয়টি স্বীকার করলে স্থানীয় জনতা তাকে গরুসহ পুলিশে সোর্পদ করে। আটককৃত কায়েম উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের মনিকান্দা গ্রামের শাহ্ মদ্দিনের ছেলে।

নবাবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। গরুর প্রকৃত মালিক চিহ্নিত করে হস্তান্তর করা হবে।

আপনার মতামত দিন