দোহার পেল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

338

এরশাদ সরকারের পতনের পর থেকে প্রতি সরকারেই দোহারের কেউ না কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন, এমনকি নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকারে’ও নবাবগঞ্জের সাথে সম্মিলিত আসনে প্রতিমন্ত্রী পেয়েছিল। দশম সংসদে এই আসন থেকে জাতীয় পার্টির সালাম ইসলাম পরাজিত করনে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খানকে। এর মাধ্যমে দোহার হারায় মন্ত্রী। শাইনপুকুরবাসী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় দোহার শেষ পর্যন্ত একজন প্রতিমন্ত্রী পায়।

আসাদুজামান খান কামাল ঢাকা-১২ (তেজগাঁ) আসনের সংসদ সদস্য। তিনি রবিবার বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

আসাদুজামান খান কামাল ফুলতলার পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান সদস্য।

উল্লেখ্য সরকারের নতুন মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন ৪৮ জন। এর মধ্যে ২৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ১৭ এবং ২ জনকে উপমন্ত্রী করা হয়েছে।

আপনার মতামত দিন