কেরাণীগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, নিহত ১

24
কেরাণীগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, নিহত ১

ঢাকার কেরাণীগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইয়াসিন নামে এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছে দু’জন।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় বনগ্রাম বড় মসজিদ এলাকায় ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ থেকে কেমিক্যালের ড্রাম নামানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইয়াসিন। তার বাড়ি বরিশালের মুলাদীতে। আহত দুই শ্রমিক রাব্বী ও বিপ্লবকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

আপনার মতামত দিন