ইতিহাসের এই দিনে: ২৭ সেপ্টেম্বর

875
ইতিহাসের এই দিনে

২৭ সেপ্টেম্বর: বছরের ২৭০ তম দিন (২৭১ অধিবর্ষে)

১৮২১: মেক্সিকো  স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮২২: জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।

১৯২৮: আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।

১৯৪০: দ্বীতিয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।

১৯৬১: সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।

১৯৬২: ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন বা ইয়েমেন-সা’না) প্রতিষ্ঠিত হয়। দেশটি ১৯৯০ পর্যন্ত টিকে ছিল।

১৯৮৩: মুক্ত সফ্টওয়ার আন্দোলনকারী রিচার্ড স্টলম্যান ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম তৈরীর জন্য জিএনইউ  প্রজেক্ট ঘোষণা দেন।

১৯৯৬: তালিবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে।

২০০২: পূর্ব তিমুর  জাতিসংঘে যোগ দেয়।

জন্ম:

১৯০৭: বৃটিশ বিরোধী উপমহাদেশীয় স্বাধীনতা আন্দোলনকারী ভগৎ সিং  জন্মগ্রহণ করেন।

১৯৭৬: ইতালীয় ফুটবলার ফান্সিস্কো টট্টির জন্ম।

১৯৮১: নিউ জিল্যান্ডের কৃকেটার ব্র্যান্ডন ম্যাককুলামের জন্ম।

আজ:

বিশ্ব পর্যটন দিবস।

আপনার মতামত দিন