নবাবগঞ্জে বাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২: অভিযোগের তীর চেয়ারম্যানের দিকে

317

নিউজ৩৯♦ নবাবগঞ্জ উপজেলার আন্ধারকোঠা গ্রামের এমএ রাজ্জাকের বাড়ি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে  ২জন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। রাজ্জাককে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ২ জন হলেন- শাহদাত দেওয়ান (৩৮) ও মাসরুফা বন্যা (২৭) ।  আহত অন্যরা হলেন, এমএ রাজ্জাক (৪৯), তার স্ত্রী শাহিদা বেগম (৩৮), মেয়ে তানিয়া আক্তার প্রিয়া (১৮) ও ছেলে মো. রোমান (২৪)। গতকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালিপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামে রাজ্জাকের বাড়ি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে । 

এ ঘটনায় রাজ্জাকের পরিবারের উপর হামলা চালালে তার লাইসেন্স  করা শর্ট গানের গুলিতে প্রতিপক্ষের ঐ দু’জন আহত হয়। এ ঘটনার পর রাজ্জাককে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ শাহদাত দেওয়ান ঐ গ্রামের মোকলেছ দেওয়ানের সেজো ছেলে এবং মাসরুফা বন্যা তার মেয়ে।  

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের মোকলেছ দেওয়ানের পরিবারের লোকজনসহ ৪০ থেকে ৫০ জন লোক রাজ্জাকের বাড়িতে চড়াও হয়। এরপর রাজ্জাকের বাড়ির দেয়াল পেরিয়ে ভিতরে গিয়ে আরও একটি দেয়াল নির্মাণ করার চেষ্টা করে প্রতিপক্ষ। এ সময় রাজ্জাক তাদের বাধা দিলে প্রতিপক্ষ লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে রাজ্জাকসহ তার স্ত্রী, ছেলে ও মেয়েকে আহত করে। এ সময় রাজ্জাক তার লাইসেন্স  করা শটগান দিয়ে ফাঁকা ফায়ার করে। এ সময় শাহদাত দেওয়ান তার বড় ভাইয়ের স্ত্রী  মাসরুফা বন্যা গুলিবিদ্ধ হন। এরপর স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠান।  

অন্য খবর  আব্দুর রউফ মোল্লা করোনা ভাইরাসে আক্রান্ত

আহত রাজ্জাক  জানান, তার বাড়ির পাশে সাড়ে ৪ শতাংশ অপর একটি সম্পত্তি  নিয়ে একই গ্রামের মোকলেছ দেওয়ানের সঙ্গে আদালতে মামলা চলছিল। কিন্তু  গতকাল মোকলেছ দেওয়ান গং এবং একই গ্রামের গালিমপুর ইউপি চেয়ারম্যান  তপন মোল্লা গং তার বাড়িতে হামলা চালায় । 

অপরদিকে গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা  জানান, এ ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা  নেই। 

মোকলেছ দেওয়ান অসুস্থ থাকায় কথা বলতে না পারায় তার বড় ছেলে মোবারক দেওয়ান  জানান, ঘটনা স্থলে তাদের ৩ শতাংশ জায়গা রয়েছে। সে জায়গা রাজ্জাক দখল করে রেখেছে। এ নিয়ে কয়েকবার চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠক করে মীমাংসার চেষ্টা করা হয়েছে। এতে রাজ্জাক জায়গা ছাড়তে চায়নি। এমনকি থানা পুলিশকেও এ ব্যাপারে অবহিত করা হয়েছে। আমাদের জায়গায় আমরা দেয়াল তুলতে যাই। আমাদের লোকজন কোন হামলা করেনি। রাজ্জাকই আমাদের লোকজনকে গুলিবিদ্ধ করে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, গুলি করার অপরাধে রাজ্জাককে আটক করা হয়েছে এবং তার শটগান জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আপনার মতামত দিন