অস্ট্রেলিয়ার ২০২১ সালের আদমশুমারিতে সেখানে বসবাসরত বাংলাদেশে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা ৫১ হাজারেরও বেশি। ১৭৯৭-র ফেব্রুয়ারিতে কোলকাতা থেকে একটি জাহাজ নিয়ে স্কটিশ ব্যবসায়ী উইলিয়াম ক্লার্ক ১২ জন বাঙালি ও চার জন ব্রিটিশ নাগরিকসহ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেই হিসেবে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের ইতিহাস ২০০ বছরেরও বেশি সময়ের। 

বেশ বড় সংখ্যার প্রবাসী ছাড়াও প্রতি বছর বহু লোক অস্ট্রেলিয়াতে বেড়াতে যান। কবি সাহিত্যিকরা দাওয়াতে যান। তাদের অনেকেই অস্ট্রেলিয়া ভ্রমণের বই লিখেছেন। এ কারণে অস্ট্রেলিয়া ভ্রমণের একটা বই দিয়ে পৃথিবী ভ্রমণের তালিকা পূরণ না করে শুধু অস্ট্রেলিয়া ও তার নিকটতম প্রতিবেশী নিউ জিল্যান্ড ভ্রমণের বইয়ের তালিকা করা হল। অস্ট্রেলিয়ার তুলনায় নিউ জিল্যান্ডে যেমন বাঙালি প্রবাসী কম, তেমন ভ্রমণকারীও কম। তাই বইও পাওয়া যায় নি তেমন।

সারা পৃথিবী ভ্রমণের কাহিনী পড়ার অভিযাত্রার অংশ হিসেবে এই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভ্রমণ কাহিনী তালিকা:

১. হাকুনা মাতাতা

লেখক: মনিরুস সালেহীন
বইয়ের লিংক

অন্য খবর  ইহুদি জাতির ইতিহাস, পরিচয় ও বর্তমান জানার জন্য যে বই পড়বেন

২. অন্য পৃথিবী

লেখক: ফজল শামসুজ্জামান

৩. দেখা হয়নি অস্ট্রেলিয়া 

লেখক: মাসুম ইকবাল
বইয়ের লিংক

৪. মহাদেশের মতো এক দেশে

লেখক: কামরুল হাসান
বইয়ের লিংক

৫. মেলবোর্ন সমাচার

লেখক: তাপস পাল
বইয়ের লিংক

৬. অদূরে দক্ষিণে অস্ট্রেলিয়ার ভ্রমণ কাহিনি

লেখক: আবুল হাসান মুহম্মদ বাশার
বইয়ের লিংক

৭. নীল জলের দেশে

লেখক: শামীমা ইয়াসমিন
বইয়ের লিংক

৮. ঢাকা থেকে সিডনি

লেখক: আব্দুর রকীব
বইয়ের লিংক

৯. পেঙ্গুইনের দেশে

লেখক: ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল
বইয়ের লিংক

নিউজিল্যান্ড ভ্রমণ:

১০. নিউজিল্যান্ড : দুঃস্বপ্নের আগে ও পরে

লেখক: উৎপল শুভ্র
বইয়ের লিংক

১১. রূপলাবণ্যে ভরা দ্বীপদেশ নিউজিল্যান্ড

লেখক: আবু নাছের টিপু
বইয়ের লিংক

আপনার মতামত দিন