গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

16
গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকে থাকা এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনা কবলিত ওই ট্রাকে করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন গার্মেন্টসকর্মীসহ অন্তত ৪০ জন।

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিলো। বাসটি রংপুর মহাসড়কের বালুয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ৩০ জন।

পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

অন্য খবর  খাগড়াছড়ির সঙ্গে বন্ধ সাজেকের যোগাযোগ, বিপাকে পর্যটকরা

 

 

আপনার মতামত দিন