নবাবগঞ্জে একটি বাড়ি একটি খামার গ্রাম নির্বাচনী সভা

401

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত একটি বাড়ি একটি খামার প্রকল্পের গ্রাম নির্বাচনী সভা করেছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে আওতাধীন ১০টি ইউনিয়নের ৫ হাজার ৪’শ পরিবারকে অন্তভূক্ত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদসদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল সভায় জানান, উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের অতিদরিদ্র পরিবার গুলোতে সচ্ছলতা ফিরিয়ে আনতে তাদের চিহ্নিত করা এবং প্রতিটি ওয়ার্ডে ৬০ সদস্য বিশিষ্ট একটি সমিতি গঠন করা হবে।

এদের প্রাথমিক ভাবে সমিতির মাধ্যমে তার ব্যাংক একাউন্টে প্রতিমাসে ২০০ টাকা জমা করতে হবে এবং সরকারী তহবিল থেকে আরো ২০৯ টাকা দেবে সরকার। পরে সরকারি ভাবে তাদের ঋণ দেয়া হবে। যাতে তাদের পরিবার গুলো বাড়তি উপার্জন করতে পারে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা দেওয়ান মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন কলাকোপা ইউপি চেয়ারম্যান তৈয়ব আহম্মেদসহ ৯টি ওয়ার্ডে ইউপি পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ।

আপনার মতামত দিন