নবাবগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও সাপের কামড়ে এক বৃদ্ধ মারা গেছে। পানিতে ডুবে মারা গেছে জয়কৃঞ্ষপুর ইউনিয়নের রাহাত ও সাপের কামড়ে মারা গেছে বারুয়াখালী ইউনিয়নের আনন্দ বৈরাগী নামে এক বৃদ্ধ।
নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামহাটি গ্রামের রাহাত নামে দেড় বছরের একটি শিশু ১১ মে শনিবার সাড়ে ১২ টার দিকে বাড়ি পাশে খেলা করার সময়ে পুকুরে পড়ে যায়। তার পরিবারের লোকজন খোঁজ করে বাড়ির পাশের একটি পুকুরের তীরবর্তী স্থানে পানিতে রাহাতের পাঁ ভেসে থাকতে দেখে। স্থানীয়রা রাহাতকে পুকুর থেকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাহাত বামহাটি গ্রামের ওয়াসিম বেপারীর ছেলে।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নে ১১ মে শনিবার ১২ টার দিকে ছোট কাউনিয়া কান্দি গ্রামের আনন্দ বৈরাগী (৭০) নামে এক বৃদ্ধের বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়েছে। আনন্দ বৈরাগী ছোট কাউনিয়া গ্রামের মৃত: বৈদ্যনাথ বৈরাগীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, শনিবার বারুয়াখালী ইউনিয়নের ছোট কাউনিয়া কান্দি গ্রামের আনন্দ বৈরাগী পাশ্ববর্তী বড় বাড়িল্যা চকে ঘাস কাটতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। এময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে তার বাড়ি নিয়ে যায়। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।