নবাবগঞ্জের সিংজোরএ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

294

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বসতঘরসহ ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১০ মে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার সিংজোর গ্রামে রমিজ উদ্দিন বেপারীর ও পাশ্ববর্তী লাল মিয়া মাতাব্বরের বাড়িতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ মে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়রে সিংজোর গ্রামে রমিজ উদ্দিনের বাড়ির ঘোয়াল ঘরে প্রথমে আগুন লেগে মূহুর্তে আগুনের লেলিহান বসত ঘরে ছড়িয়ে পড়ে। এরপর পাশ্ববর্তী লাল মিয়া মাতাব্বরের বাড়ির রান্নাঘরে আগুন লেগে যায়। আশপাশের লোকজন  ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে বসতঘরসহ  ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রমিজ উদ্দিন বেপারীর জানান, ঘরের ভিতর থাকা ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, আসবাবপত্র ও বাড়ি ও জমির দলিল পুড়ে গেছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত দিন