সিলেটের রাজনের পর এবার খুলনার রাকিব

306

নিউজ৩৯♦ সিলেটের শিশু রাজন হত্যার রেশ কাটতে না কাটতেই এবার পাষন্ড মালিকের হাতে প্রান হারালো খুলনার রাকিব। আর শিশু রাকিব হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক তিন আসামির বিরুদ্ধে খুলনা সদর থানায় মঙ্গলবার সকালে মামলা করেছেন নিহত রাকিবের বাবা নুরুল আলম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, হত্যায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় একটি গ্যারেজের মালিক মিন্টু, তার ভাই শরীফ ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সকালে মামলাটি দায়ের করা হয়।

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকালে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি সুকুমার বিশ্বাস বলেন, রাকিব নামে ১৪ বছরের এক কিশোর মিন্টুর মোটর গ্যারেজে কাজ করত। হঠাৎ সে কাজ ছেড়ে অন্য গ্যারেজে কাজ নেয়। এই ঘটনার পর সোমবার রাত ১০টার দিকে রাকিব তার পুরনো কর্মস্থলের সামনে দিয়ে যাচ্ছিল।

এই সময় গ্যারেজ মালিক মিন্টু ‘চাকরি ছেড়ে দেওয়ার অপরাধে’ রাকিবকে আটক করে। মিন্টু ও তার সহযোগীরা মোটর টায়ারের পাম্প দেওয়া মেশিনের পাইপ রাকিবের মলদ্বারে ঢুকিয়ে হাওয়া দেওয়া শুরু করে। হাওয়া ঢুকে রাকিবের পেট ফুলে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় ঘটনার প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজন গ্যারেজ মালিক মিন্টু তার ভাই শরীফকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার প্রত্যক্ষদর্শী মিন্টুর মা বিউটি বেগমকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

অন্য খবর  নবাবগঞ্জে টিকেএম উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সোমবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাকিবের মৃত্যু হয়। পুলিশ নিহত রাকিবের বয়স ১৪ বছর বলেছে, তবে পরিবার থেকে রাকিবের বয়স ১২ বছর বলে জানানো হয়।

গণপিটুনিতে আহত মিন্টু ও শরীফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত দিন