আজ মহান মে দিবস

286

মো:রাতুল ইসলাম: আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক দিবস। আট ঘণ্টা কর্মদিবসের দাবি কার্যকরের জন্য দাবিতে ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগোর হে মার্কেটে আন্দোলনরত শ্রমিকরা সময় বেধে দেয়। কিন্তু মালিকরা সেই দাবি না মানায় ৪ মে শ্রমিকরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়। সেই ওপর পুলিশের গুলিবর্ষণে ১১ শ্রমিক শহীদ হন। সেই থেকে এই ঘটনাকে স্মরণ করে সারা পৃথিবীর মেহনতী মানুষ দিনটিকে তাদের নিজেদের দিন হিসেবে পালন করেন।

MD

আজ সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী আনন্দ, প্রত্যয় ও সংগ্রামের দীপ্ত উচ্চারণের মধ্য দিয়ে দিবসটিকে পালন করেন। আট ঘণ্টা কর্মদিবস, নূন্যতম ও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল ইত্যাদি দাবিতে আজ শ্রমিক শ্রেণী নানাভাবে তাদের অধিকারের কথা তুলে ধরেন। সেই সঙ্গে সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের ঐক্যকেও স্মরণ করেন তারা। আজ বিশ্বের বেশিরভাগ দেশেই সাধারণ ছুটি। এই দিবসটিকে সামনে রেখে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করবেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক-পৃথক বাণী দিয়েছেন। মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২ দিনের মেলার আয়োজন করেছে। আজ বিকেল ৩ টায় এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মতামত দিন