১৪ই নভেম্বর এসএসসি ও ২রা ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু

20

চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৪ই নভেম্বর থেকে এসএসসি ও সমমান এবং ২রা ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময় সূচি প্রকাশ করা হয়। সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না। সোমবার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আপনার মতামত দিন