প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোহার-নবাবগঞ্জে ৩২ হাজার জনকে টিকা দেয়া হবে

72

দোহার-নবাবগঞ্জে কত কেন্দ্রে কতজনকে টিকা দেওয়া হবে? জনমনে প্রশ্ন এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ২২ ইউনিয়ন ও ১ পৌরসভাসহ ২৩ কেন্দ্রে গণটিকা প্রদান করা হবে। শুধুমাত্র ২৮ তারিখেই এই টিকা দেয়া হবে। দোহারের প্রতিটি কেন্দ্রে ১২০০ জনকে টিকা প্রদান করা হবে। নবাবগঞ্জের প্রতিটি কেন্দ্রে ১৫০০ জনকে টিকা প্রদান করা হবে। দোহারে ১০,৮০০ সজন এবং নবাবগঞ্জের ২১,০০০ জনসহ সর্বমোট প্রায় ৩২,০০০ জনকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফোকাল পার্সন ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংসযোগ কর্মকর্তা এসব তথ্য জানান।

ডাঃ হরগোবিন্দ জানান, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পরিচালিত হতে যাওয়া বিশেষ টিকা কার্যক্রমের অংশ হিসেবে দোহার নবাবগঞ্জে ৩২হাজার জনকে টিকা দেয়া হবে। দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সিনোফার্মা এবং এস্ট্রোজেনিকা বা কোভিড শিল্ড এই দুই ধরনের টিকা দেয়া হচ্ছে।

আপনার মতামত দিন