ঢাকার দোহারে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির নেতৃত্বে দোহারের জয়পাড়া কলেজ মোড় থেকে ওয়ান ব্যাংক মোড় পর্যন্ত মাস্ক পরিধানে বিষয় নিশ্চিত করতে এ মোবাইল কোট চালানো হয়।
জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে জয়পাড়া কলেজ মোড় ও জয়পাড়া ওয়ান ব্যাংক মোড় স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৭ জনেক ভ্রাম্যমাণ আদালত ৭ টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন।
সে সময় ফজলে রাব্বি জানান, অদ্য দোহার উপজেলার জয়পাড়া বাজার মোড় ও ওয়ান ব্যাংক মোড় এলাকায় উপজেলার পক্ষ থেকে ১০০ মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ জনগণের উদাসীনতা কোভিড পরিস্থিতিতে ঝুকিপূর্ণ হতে পারে। পাশাপাশি জয়পাড়া বাজারে ফুটপাত দখল মুক্ত করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
জন সাধারণের মাঝে মাস্ক পরিধানের জন্য মাঠে কাজ করছেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি ও দোহার থানার পুলিশ।