মাদক সেবনের দায়ে ১ জনকে জেল–জরিমানা

143

দোহারে মাদক সেবনের দায়ে শেখ মজনু (৪০)কে  আটক করেছে পুলিশ। পরে পুলিশের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যাক্তিকে জেল–জরিমানা করেছেন। এ সময় তাকে তিন মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ৮:৩০ মিনিটে  দোহার থানা–পুলিশের বিট নং-১১ এএসআই মোঃ জাহিদ হাসান দোহারের রায়পাড়া ইউনিয়নের রায়পাড়া স্কুল মাঠ থেকে তাকে গাঁজা সেবন অবস্থায় আটক করেন।

আজ শনিবার  সকাল দশটায় তাকে দোহার উপজেলা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির ভ্রাম্যমাণ আদালত তাকে এক হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেল দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি রায়পাড়া ইউনিয়নের কফিলউদ্দিন এর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, ‘মাদক সেবনের দায়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ এর ৯ ধারার ১ উপধারার “গ” ক্রমিক অনুসারে শাস্তি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, ‘দোহার উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত দিন