স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বৈধ প্রার্থী ৫, বাতিল ২

61
স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বৈধ প্রার্থী ৫, বাতিল ২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-‌১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট জনের মধ্যে জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন বিভাগীয় কমিশনার।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের নাম জানান।

বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে‌ন আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল,‌ তৃণমূল বিএনপির নাঈম হাসান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান,‌ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আতিকুর রহমান নাজিম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আব্দুল হাকিম।

 

আপনার মতামত দিন