শোল্লায় ফসলি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

272

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাল দলিলের মাধ্যমে ফসলি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, উপজেলার শোল্লা গ্রামের শোল্লা মৌজার আরএস ৩৮০ নং দাগের ২২৭৩২নং দলিল মূলে ১ একর ১৩ শতাংশ জমি ক্রয়সূত্রে ভোগদখল করে আসছিলেন ওই গ্রামের মৃত মোহন মণ্ডলের ছেলে গোপীনাথ মণ্ডল গং। বৃহস্পতিবার সকালে একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় স্থানীয় সুভাষ ভট্টাচার্য গং ওই জমির ফসলহানি করে জমির ওপর ঘর নির্মাণ করতে থাকে। জমিটি তারা ক্রয়সূত্রে মালিকানা দাবি করে আসছিল। দুপুরে গোপীনাথ মণ্ডল এ বিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ বন্ধ করে দেয়।

গোপীনাথ মণ্ডল অভিযোগ করেন, তার বাবা মোহন মণ্ডল ১৯৮০ সালে স্থানীয় নমেন্দ বালা দেবীর কাছ থেকে জমিটি ক্রয় করেছিলেন। সেই সূত্রে ওই সম্পত্তি তারা ভোগদখলে আসছেন। সম্প্রতি ওই গ্রামের সুভাষ ভট্টাচার্য গং ১৩৭৯৫ নং দলিল মূলে জমি দাবি করে। কিন্তু ওই নম্বরের দলিল তল্লাশি করে তাতে তার পরিবারের নাম বা তার নামের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওই দলিল দিয়ে ভূমি অফিস থেকে কিভাবে নামজারি করে নিয়েছেন বুঝতে পারছি না। এ বিষয়ে সুভাষ ভট্টাচার্য ওই সম্পত্তি তাদের দাবি করে বলেন, এটা তার কাকার সম্পত্তি। এতে তার পরিবারের হিস্যা রয়েছে। 

অন্য খবর  জয়পাড়া কলেজে ফলাফল বিপর্যয়, দায় কার ?

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মো. কামাল বলেন, বাদীর অভিযোগে ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুপক্ষকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংঘাতে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় এটি সমাধান করা হবে।

আপনার মতামত দিন