ঢাকার নবাবগঞ্জে যুবক আনোয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনায় তার স্ত্রী সম্পা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে সম্পাসহ ৫ জনের নামসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
নবাবগঞ্জ থানার এসআই মো. আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর সম্পাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার সকালে সম্পাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব।
আপনার মতামত দিন