অপশক্তিকে দমন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় পদ্মা কলেজের

658

শেখ আলমগীর শিশিরঃ দুঃসহ অতীতকে ভুলে গিয়ে এবং অপশক্তিকে দমন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পদ্মা কলেজ পরিবার স্বাগত জানিয়েছে নতুন বছরকে। পহেলা বৈশাখের দিন সকাল থেকেই শিক্ষার্থীদের বৈশাখী পদচারনায় কলেজ ক্যাম্পাসে নতুন বছরের হাওয়া বইতে শুরু করে। শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী দিনের প্রথম প্রভাতেই অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুল হায়দারের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীর সমন্বয়ে একটি জাঁকজমকপূর্ণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রায় প্রায় সকলের হাতেই শোভা পেয়েছিল বিভিন্ন প্লে­কার্ড,বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি, আনন্দ শোভাযাত্রাটি কলেজের পশ্চিম গেট দিয়ে বের হয়ে পার্শ্ববর্তী বটতলা প্রদক্ষিণ করে প্রধান গেট দিয়ে কলেজ মাঠে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোঃ মজিবুল হায়দার বলেন, বাংলা নববর্ষ বাঙালীদের প্রাণের উৎসব। নতুন বছর নিয়ে এসেছে নতুন শপথ, তাই আমাদেরকে একটি সুন্দর দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় “মঙ্গল শোভাযাত্রা” অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং ধর্ম, দর্লমত নির্বিশেষে সকলকে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আহবান করেন। হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অত্র অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নববর্ষের আগমনী সংগীত, নৃত্য, নাটক, কৌতুক ছাড়াও বাঙ্গালিদের পোশকের ঐতিহ্যের উপর একটি ব্যতিক্রমধর্মী ফ্যাশন শো’র আয়োজন করা হয়। এসময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন