যন্ত্রাইলে নূর আলমের নির্বাচনী গাড়িতে হামলা

88
যন্ত্রাইলে নূর আলমের নির্বাচনী গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইলে ইউনিয়নের ভাওয়াইলা গ্রামে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের নির্বাচনী প্রচার কাজে নিয়োজিত গাড়িতে হামলা করা হয়েছে। এ সময় গাড়ি ভাংচুর ও চালককে মারধর করা হয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রাথী একেএম মনিরুজ্জামান তুহিনের কর্মী বাহিনী শামীম মির্জা ও তার সন্ত্রাসী বাহিনী এ হামলা করেছে বলে অভিযোগ করেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূর আলম। অভিযোগের সত্যতা জানতে চেয়ারম্যান প্রার্থী মো. তুহিনকে ফোন করা হলে তিনি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। আনারস প্রতিকের নূর আলম বলেন, নির্বাচনী প্রচার কালে আমার অটো গাড়ির ড্রাইভারকে মেরে আহত করা হয়েছে। গাড়ি ও মাইক ভাংচুর করা হয়। আমি আমাদের অভিভাবক মাননীয় এমপি মহোদয় জনাব সালমান এফ রহমান সহ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। একইসঙ্গে, হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য, আগামী ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে যন্ত্রাইল ইউনিয়নে নৌকার প্রাথী মো. তুহিন ও আনারস প্রতীকের নূর আলমের সঙ্গে ভোটের লড়াই হবে।

আপনার মতামত দিন