দোহারে মৌড়ায় মাদক ব্যবসায়ী আটক

263

নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় রাজিব মাঝি (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার মৌড়া এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত রাজিব মাঝি উপজেলার মৌড়া এলাকার আহমেদ মাঝির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার মৌড়া বাজার এলাকায় মাদক বিক্রির সময় রাজিব মাঝিকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

দোহার থানার উপ-পরির্দশক নুরুল আলম রাজিব মাঝিকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করে। পরে রোববার সকালে মাদক আইনের মামলা করে তাকে আদালতে প্রেরণ করে।

আপনার মতামত দিন