নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় মৌমাছির হুল ফুটানোতে মিনার মিয়া (পঞ্চাশোর্ধ বয়সী) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দোহার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গাজীকান্দা গ্রামে বাবু মিয়ার পুত্র মিনার মিয়া নিজ বাড়ির আম গাছে আম পাড়তে উঠে। এসময়ে গাছের ডালে মৌমাছির একটি চাকে তার হাতের ধাক্কা লাগলে মৌমাছির দল তার গায়ে হুল ফুটাতে থাকে।
তখন সে দ্রুত কোনো মতে আমগাছ থেকে নীচে নেমে আসে। মৌমাছি ছেয়ে ফেলে তার সারা শরীর। বাড়ীর কাজের মেয়ে পাটের একটি চট দিয়ে মৌমাছি তাড়াতে চেষ্টা করলে তাকেও মৌমাছি হুল ফুটাতে থাকে এবং সেখান থেকে সে পালিয়ে আত্মরক্ষা করে।
অসংখ্য মৌমাছির ফুটানো হুলে মিনার মিয়া দিশেহারা হয়ে দিকবিদিক ছুটে বেড়ায় এবং একসময়ে সে পুকুরের পানিতে নেমে পড়ে। সেখান থেকে উঠিয়ে তাকে ডাক্তারের কাছে নেওয়ার প্রস্তুতির সময় সে মারা যায়। তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা বাড়ীতে না থাকায় শনিবার মিনারের লাশ দাফন করা হয়।