মাহমুদপুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

118

আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফ আলী দেওয়ান সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিয়ার আলী পত্তনদার।

অনুষ্ঠানে বক্তারা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে সবাইকে আহ্বান জানান।

আপনার মতামত দিন