ভারত থেকে কাঁচা মরিচ আসবে কাল

25

ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের বন্ধ শেষে আগামীকাল সোমবার (৩ জুলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত—বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হবে। ওই দিন থেকেই বন্দর দিয়ে পুনরায় ভারত থেকে কাঁচা মরিচ আসবে। টানা ছুটি শেষে আমদানি-রফতানি শুরুর দিন বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমদানি হতে পারে।

শনিবার (১ জুলাই) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাড়তি দামের বাজারে সব সবজির দোকানগুলোতে কাঁচা মরিচ নেই বললেই চলে। গুটি কয়েক দোকানে থাকলেও দাম আকাশচুম্বী। বাড়তি দামের কারণে সব দোকানি পণ্যটি রাখছেন না বলে জানিয়েছেন। বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ বাজারে এর দাম অস্থিতিশীল হতে শুরু করেছে। এমন অবস্থায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত ২৫ জুন আবারও ভারত থেকে মরিচ আমদানির অনুমতি (আইপি) দেয় সরকার। আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের কয়েকজনকে কয়েক হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। আগামীকাল বন্দর খুললে কাঁচা মরিচ আসবে।

অন্য খবর  তৃণমূল বিএনপি চায় ১৪টি, পেতে আরে ২/৩ টি

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের  রোগতত্ত্ববিদ শামীম আহমেদ বলেন, গত ২৫ জুন ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সংশ্লিষ্ট দফতর। ২৬ জুন পর্যন্ত হিলি স্থলবন্দরের সাত আমদানিকারক তিন হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পান। সেই মোতাবেক ২৬ জুন থেকেই আবারও বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।

 

আপনার মতামত দিন