ব্রিটেনে ক্যাথলিক স্কুলে ইসলাম নিষিদ্ধ

533

ব্রিটেনের রোমান ক্যাথলিক চার্চ স্কুলগুলোর জিসিএসই ধর্মীয় শিক্ষায় ইসলাম ও অন্যান্য ধর্ম বাদ দিয়ে কেবল খ্রিস্টান ও ইহুদি ধর্ম রাখার নির্দেশ দিয়েছে। মুসলমানরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। জিসিএসই পরীক্ষায় গত বছরের সংস্কারের প্রেক্ষাপটে চার্চ স্কুল থেকে ইসলাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সাধারণ সম্পাদক স্যার ইকবাল স্যাকরাইনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা বিভিন্ন ধর্মের মধ্যে ব্যাপকতর সহিষ্ণুতা প্রদর্শন করার জন্য পোপ ফ্রান্সিস যে বার্তা দিয়েছেন, সেটা নস্যাৎ করা। ক্যাথলিক এডুকেশন সার্ভিসের পরিচালক পল বারবার বলেন, ইহুদি ধর্ম শিক্ষা দেয়া হলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিশ্বাস মজবুত হতে পারে।

ক্যাথলিক চার্চের প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে স্কুল সংখ্যা ২,১৫০টি। এসব স্কুলে মুসলিম ছাত্র সংখ্যাও অনেক। তাছাড়া বার্মিংহামের রোসারি ক্যাথলিক প্রাইমারিতে ৯০ ভাগের বেশি ছাত্র মুসলিম।  স্যার ইকবাল বলেন, এটা ভালো সিদ্ধান্ত নয়। চার্চ যে অন্য ধর্মের প্রতি সহিষ্ণু তা এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি।

আপনার মতামত দিন