বৃহস্পতিবার নির্বাচন বিষয়ে দোহার নবাবগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে সালমান রহমানের মতবিনিময়।

325

তারেক রাজীব ঃ একাদশ জাতীয় নির্বাচন জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিবে তাকেই নির্বাচিত করতে হবে – শ্লোগান কে সামনে রেখে আগামী ১১ অক্টোবর,বৃহষ্পতিবার সকাল ১০ টায় দোহার উপজেলা পরিষদের অফিসের সভাকক্ষে দোহারের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও পৌরসভার কমিশনারদের নিয়ে এবং দুপুর ২ টায় নবাবগঞ্জের স্থানীয় সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আগামী একাদশ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা করবেন। এই ব্যাপারে নিউজ৩৯কে দোহার উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন নিউজ৩৯ কে বলেন, আসন্ন নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে এই মতবিনিময়। আর জনাব সালমান রহমান যেহেতু নিজেও একজন সম্ভাব্য প্রার্থী এবং দোহারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তার হাত ধরে হয়েছে, তাই এই মতবিনিময়ে তিনি নিজ ও দলের অবস্থান ও তুলে ধরবেন।

আপনার মতামত দিন