বিশ্বসেরা বিজ্ঞানী–গবেষকদের তালিকায় বাংলাদেশের ৯২৬২ জন

26
বিশ্বসেরা বিজ্ঞানী–গবেষকদের তালিকায় বাংলাদেশের ৯২৬২ জন

সারা বিশ্বের ২২ হাজার ২০টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫২ হাজার ৫৯ বিজ্ঞানী ও গবেষক এই র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছেন

আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং–২০২৩–এ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকা প্রকাশ করেছে। সারা বিশ্বের ২২ হাজার ২০টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫২ হাজার ৫৯ বিজ্ঞানী ও গবেষক এই র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছেন।

বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৬ বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে থাকে এডি সায়েন্টিফিক। বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয়েছে র‍্যাংকিংয়ে। তালিকায় বাংলাদেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ২৬২ জন বিজ্ঞানী ও গবেষক জায়গা পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫২৪ জন তালিকায় স্থান করে নিয়েছেন। একক বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটি সর্বোচ্চ।

 

আপনার মতামত দিন