গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

16
গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। উপত্যকা থেকে রকেট ছোড়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল আজ বুধবার এই বিমান হামলা চালায়।

দখলকৃত পশ্চিম তীরের জেনিন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে। এর আগে এলাকাটিতে দুই দিন বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল।

গত সোমবার দিনের শুরুতে জেনিনে অভিযান শুরু করেছিল ইসরায়েলি বাহিনী। জেনিন শরণার্থীশিবিরে অভিযানকালে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি অভিযানের মুখে হাজারো ফিলিস্তিনি জেনিন শরণার্থীশিবির ছেড়েছেন।

আজ ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছোড়া হয়। তারা এমন পাঁচটি রকেট আকাশেই ভূপাতিত করেছে। এ ঘটনার পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

 

আপনার মতামত দিন