বাহ্রায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

263

ঢাকার দোহার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এলিম মোল্লা (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা এলাকায় এ ঘটনা ঘটে। আহত এলিম মোল্লা বাহ্রা গ্রামে গেন্দু মোল্লার ছেলে।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে এলিম তার বন্ধু পিয়ালকে নিয়ে বাহ্রা একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ৩০/৪০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে এলিমের উপর হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এলিমকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় পিয়াল সামান্য আহত হন।

পিয়াল জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সবুজ, রনি, মামুন, শেখ রুমন, ইমরান, শাকিব, আমিনুর সহ আরও ৩০/৪০ জন তাদের উপর হামলা চালায়।

ঘটনার পর আহত এলিম মোল্লার দাদা ফালু মল্লিক দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে দোহার চর মোহাম্মদপুর পুলিশ ফাড়িঁর এসআই মো. মোজাম্মেল হক জানান, আমরা অভিযোগ পাওয়ার পর দোহার থানার ওসির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এসময় অভিযুক্ত কাউকেই খুজেঁ পাওয়া যায়নি।

অন্য খবর  দোহারে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত শেখ রুমনের মা বলেন, আমার ছেলে ঘটনাস্থলে ছিল না। তবুও ওর নামে অভিযোগ হয়েছে।

আপনার মতামত দিন