বাঁধের দাবীতে মানববন্ধন : চলছে পোস্টারিং

249

নিউজ৩৯.নেট ♦ আগামী ২২ অক্টোবর পদ্মা নদীতে ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে ডাকা মানবন্ধনকে সফল করতে কাজ করেছে দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট(ডিএনএসএম)। এই উদ্দেশ্যে পোস্টার লাগানো শুরু করা হয়েছে।

দোহারের তরুন প্রজন্মের প্রতিনিধিরা দোহার নবাবগঞ্জের সকল মানুষের কাছে এই উদ্যোগের কথা পৌছে দিতে করছে পোস্টারিং, চলছে হ্যান্ডবিল বিলি। সেই সাথে সাধারন মানুষের কাছে এই মাটি রক্ষার আবেদন আরো জোড়ালো ভাবে তুলে ধরতে কাল থানার মোড় থেকে কলেজ মার্কেট পর্যন্ত দেয়ালে দেয়ালে সাটানো হয়েছে পোস্টার।

এছাড়া দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের অফিসিয়াল গ্রুপ( https://www.facebook.com/groups/dn.social.movement/ ) ও ইভেন্ট পেজ পদ্মা নদীতে বাঁধের দাবীতে তরুণ প্রজন্মের উদ্যোগে দোহার উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন ( https://www.facebook.com/events/862789883755788/ ) এর মাধ্যমে চলছে জন সংযোগের কাজ।

আপনার মতামত দিন