দোহার পৌরসভায় জলাবদ্ধতা: আমরা কি পৌরকর দিয়েই যাব, সেবা পাব না

384

পৌরসভায় জলাবদ্ধতা অভিশাপ হয়ে দেখা দিয়েছে দোহার পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর জয়পাড়া এলাকা। একটু বৃষ্টি নামলেই  পানির কারনে চলাচল বন্ধ হয়ে যায় এই এলাকায়। দিনে দিনে এই সমস্যা বেড়েই চলছে উত্তর জয়পাড়া এলাকায়। এই সমস্যা সমাধানে নেই এই ওয়ার্ডের জনপ্রতিনিধির নেই কোন উদ্যোগ। এলাকা বাসী নিজস্ব অর্থায়নে এর আগে ড্রেন নির্মান করা হলেও বর্তমানে বিভিন্ন কারনে তা আজ অকেজো।

দোহার  পৌরসভার ৩ নং ওয়ার্ডের এই জলাবদ্ধতা সমস্যা নতুন কোন সমস্যা নয়। এর আগে বারবার এই সমস্যা নিয়ে এলাকার জনপ্রতিনিধি ৩ নং ওয়ার্ড কমিশনার কুদ্দুশ কমিশনারের কাছে গেলেও তিনি বিষয়টি বারবার এড়িয়ে যান। ফলে কয়েকবছর আগে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে ড্রেন নির্মান করে। কিন্তু কিছু দিন আগে ঐ স্থানে নতুন ভবন নির্মান হওয়ায় ড্রেনটির কার্যকারীতা নষ্ট হয়ে যায়। এর ফলে নিয়োমিত ময়লা আবর্জনা ফেলে ড্রেনটি বন্ধ হয়ে যায়। বারবার পৌরসভায় নাগাদা দিয়েও কোন ফল পায় নি এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা খলিল ব্যাপারী আক্ষেপ করে বলেন, জলাবদ্ধতার সমস্যার কারনে আজ আমরা অতিষ্ঠ। স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভার কাছে বারবার আবেদন করার পরও এর কোন প্রতিকার আমরা পাই নি। আমরা কি শুধু করই দিয়ে যাবো, সেবা পাব না কোন?
এলাকা বাসী দ্রুত এই সমস্যার সমাধান চান।

আপনার মতামত দিন