নির্মল রঞ্জন গুহের সফল অস্ত্রোপচার সম্পন্ন

180

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দোহার উপজেলার কৃতি সন্তান বাবু নির্মল রঞ্জন গুহ’র সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রবিবার শারিরীক অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত চিকিৎসার জন্য দোহার থেকে ঢাকার শ্যামলী কল্যানপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুপম গুহ নয়ন। তিনি জানান, হঠাৎ রবিবার বাবা অসুস্থ হয়ে পরলে আমরা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাই। তিনি এখন শ্যামলী কল্যানপুর বাংলাদেশ স্পেশালাইড হসপিটালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন।

তিনি আরো বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাবার হার্টে ২টি ব্লক ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তার হার্টে সফলভাবে এনজিওগ্রাম করে ২টি রিং পড়ানো হয়।
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে তার উন্নয়ন ঘটছে।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহকে হাসপাতালে দেখতে আসেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, দোহার নবাবগঞ্জের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। সে সময় তিনি আইসিইউতে থাকা নির্মল রঞ্জন গুহ এর দ্রুত সুস্থতা কামনা করেন ।

অন্য খবর  দোহারে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তার পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীসহ দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

আপনার মতামত দিন