নির্বাচনে অঘটন ঘটলে কেউ ছাড় পাবে না: সালমান এফ রহমান

22
নির্বাচনে অঘটন ঘটলে কেউ ছাড় পাবে না: সালমান এফ রহমান

ঢাকা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো অঘটন ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সোমবার বিকেলে নবাবগঞ্জের বক্সনগরের বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দোহার নবাবগঞ্জকে মডেল উপজেলা করারও প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান।

গত ৫ বছরে ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে দোহার-নবাবগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ করা হয়েছে। হাসপাতালগুলোও ৫০ থেকে ১০০ শয্যায় রূপান্তরের কাজ চলছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক মানের একটি নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে নৌকায় ভোট দিয়ে আবারও তাকে বিজয়ী করার অনুরোধ জানান সালমান এফ রহমান।

এ সময় নির্বাচিত হলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও মৈনট ঘাটে নির্মিত বিনোদন কেন্দ্রে স্থানীয়দের নিয়োগের পাশাপাশি প্রবাসীদের জন্য পরামর্শ কেন্দ্র গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

ভোটের দিন সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে নির্বাচনকে সফল করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

আপনার মতামত দিন